নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন (মঙ্গলবার) বিকেল ৩টায় নাচোল পৌর মিলনায়তনে মেয়র-কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল। প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, দুর্নীতি দমন কমিশনের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক বায়েজিদুর রহমান খান, নাচোল পৌরসভার সহকারি প্রকৌশলী আব্দুল মালেক। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মতিউর রহমান ও শফিকুল ইসলাম, মলিা কাউন্সিলর ফিরোজা খাতুন, পৌর লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব, নাচোল প্রেসক্লাবের সেক্রেটারি একেএম জিলানী। এছাড়াও উপস্থিত ছিলেন নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক একরামুল হক, সদস্য ও নাচোল ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার ও সেক্রেটারি সহিদুল ইসলাম, নাচোল পরিবেশ রক্ষা সংগ্রাম কমিটির সেক্রেটারি সাংবাদিক মতিউর রহমান।
অপরদিকে এদিন বিকেল সাড়ে ৪ টায় নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল-এর সভাপতিত্বে নাচোল পাইলট উচ্চবিদ্যালয়ে “সততা স্টোর” এর উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল করিম। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামস