নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেছেন স্থানীয় সাংসদ মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস।
অনুষ্ঠিত মতবিনিময়সভায় দেশের আইনশৃংখলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে শতর্কতা অবলম্বনের জন্য কর্মকর্তাদের নিয়ে আলোচনা হয়। ১৫ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে মতবিনিময়সভায় নাচোল থানার অফিসার ইন্চার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে পৃথক আয়োজনে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেন সাংসদ মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। আগামী ২২ফেব্রুয়ারি বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠিতব্য জনসভা সফল করার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশনা প্রদান করেন তিনি। ওই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর উন্নয়নবার্তা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।