প্রকাশ : ১২/১২/১৫, মধ্যাহ্ন
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে নাচোল থানা পুলিশ। ১২ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গৌতম কুমার ও সঙ্গীয় ফোর্সসহ নাচোল-আমনুরা সড়কের নাচোল পৌর এলাকার পন্ডিতপুর মোড় থেকে মটর সাইকেল (রাজ মেট্রো-হ-১১-৪০৯৯) আটক করে তল্লাশি চালিয়ে ১০০বোতল ফেন্সিডিলসহ মটরসাইকেল চালক রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জিওলমারি গ্রামের মৃত আলী মাহমুদ এর ছেলে তাহাজুল (৩০) ইসলামকে আটক করা হয়েছে।
এ সময় মটরসাইকেলে থাকা ফেন্সিডিল বহনকারী অপর এক সঙ্গী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার নিমতলী গ্রামের এস মাহমুদের ছেলে আনু (৩০) পালিয়ে যায়। নাচোল থানার ওসি তদন্ত ফাছির উদ্দিন জানান, এব্যপারে একটি মামলা দায়ের করা হয়েছে।