
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে’র নাচোলে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার ৮৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৯ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪ টায় নাচোল পৌর এলাকার মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানে ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। নাচোলে পৌর বিএনপির আহবায়ক একিউ এম মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মজিদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক আনারুল ইসলাম এবং বিএনপি নেতা আব্দুল আওয়াল ও সেন্টু ।