নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩দিনব্যাপী ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮ উদ্বোধন করা হয়েছে।
৪ মার্চ (রোবাবর) সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত ৩দিনব্যাপী ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-২,আসনের সাংসদ মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস।
পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইন্চার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামশুল আলম, আ’লীগ নেতা আবুরেজা মোস্তফা কামাল শামীম, পৌর সেক্রেটারী আনারুল ইসলাম, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম।
শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞানভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় নাচোল উপজেলা স্কুল চ্যাম্পিয়ান হয়। উল্লেখ্য, মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকর্তৃক স্থাপিত ২০টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত নানা প্রকল্প প্রদর্শন করা হয়।