নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উন্নয়ন প্রকল্পের আওতায় ১ কোটি ২৭লক্ষ ৩৪হাজার ৯৮৫টাকা ব্যয়ে ৩টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
১৫ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিনব্যাপী উপজেলার কসবা ইউনিয়নে কলাবনা গ্রামে ৪৮লক্ষ ৭৪হার ৩২২টাকা ব্যয়ে ১কিঃ মিঃ রাস্তা পাকাকরণ, নাচোল ইউনিয়নে ঝিকড়া গ্রামে ৪৯লক্ষ ৬০হাজার ৬৬৪টাকা ব্যয়ে ১কিঃ মিঃ রাস্তা পাকাকরণ ও আমজোয়ান গ্রামে ২৯লক্ষ টাকা ব্যয়ে ৫০০মিঃ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। এসব রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। এসময় সফর সঙ্গী ছিলেন নাচোল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপ-সহকারি প্রকৌশলী হাসানুজ্জামান পলাশ, আ’লীগ নেতা আবুরেজা মোস্তফা কামাল শামীম, নাচোল ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলাম মোস্তফা ও সেক্রেটারি আব্দুস সালাম, নেজামপুর ইউনিয়ন আ’লীগের সেক্রেটরি আমিনুল ইসলাম, গোমস্তপুর উপজেলা যুবলীগের সেক্রেটারি রাশিদুল হক, নাচোল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম।