নাচোল থেকে প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫টি হোটেল মালিককে ১২হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন।
আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কৃষ্ণপদ ঢালী নাচোলের বিভিন্ন হোটেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অর্থদন্ডপ্রাপ্ত হোটেল গুলো হচ্ছে, মীম বেকারী ৩হাজার, বিশাল হোটেল এন্ড রেস্টুরেন্ট ৫হাজার, ইসলামী হোটেল এন্ড রেস্টুরেন্ট ৩হাজার, নিশান হোটেল এন্ড রেস্টুরেন্ট ১হাজার এবং হুমায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিককে ৫শ’ টাকা জরিমানা করেন ।
এসময় নাচোল উপজেলা স্যানিটারী পরিদর্শক ফাতেমা খাতুন ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।