
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌর নির্বাচনী সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভোট চাইলেন দলীয় মনোনীত প্রার্থী মাসউদা আফরোজ হক শুচির ধানের শীষ প্রতীকে।
২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪ টায় নাচোল ডাকবাংলো মাঠে নাচোল পৌর মেয়র পদপ্রার্থী মাসউদা আফরোজ হক শুচি আয়োজিত নির্বাচনীসভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মজিদুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, নাচোল পৌর মেয়র পদ প্রার্থী মাসউদা আফরোজ হক শুচি, গোমস্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আসাদদুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ প্রমুখ।