নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২ বছর মেয়াদী মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে ৭ জুলাই (শনিবার) সকাল ৯টায় নাচোল মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. মোয়াজ্জেম হোসেন মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কমিটির নির্বাহী সদস্য ডাক্তার আল-মুতাসিম বিল্লাহ ও অধ্যাপক সোলাইমান হোসেন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং মানবাধিকার কর্মি আসলাম-উদ-দৌলা।
অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে নাচোল উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে নাচোল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তিকে সভাপতি ও হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। শেষে নব নির্বাচিত কমিটিকে ধন্যবাদ ও সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন, মানবাধিকার নাচোল শাখার নব নির্বাচিত সভাপতি মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আশিষ কুমার চক্রবর্তি।