
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক সঃ মঃ আব্দুস সামাদ আজাদ (৪৪১৬) দায়িত্ব গ্রহণ করেছেন।
২১ মার্চ রোববার সকাল ১০টায় কলেজের অফিস কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান-এর নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন। এসময় কলেজের অবসরপ্রাপ্ত অফিসার ইন্চার্জ (অধ্যক্ষ) হাফিজুর রহমান ও শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
এর আগে ১১ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষামন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি কলেজ-২ এর ৩৭,০০০০০০,০৬৭,০২,০০৫,২০১৭-৮৪ নং স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনে বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা জনাব সঃ মঃ আব্দুস সামাদ আজাদ (৪৪১৬)কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নাচোল সরকারি কলেজের অধ্যক্ষপদে পদায়ন করা হয়। প্রেক্ষিতে তিনি ২১ মার্চ রোববার সকাল ১০টায় নাচোল সরকারী কলেজের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করলেন। তিনি রংপুর কারমাইকেল সরকারি কলেজে ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর নাচোল ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হয়। কলেজের তৎকালীন অধ্যক্ষ (অফিসার ইন্চার্জ) জনাব হাফিজুর রহমান গত ৩১ ডিসেম্বর/২০২০ তারিখ অবসরে গেলে কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জনাব বাদরুল ইসলামের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষামন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ২৫ জানুয়ারি/২০২১ জারিকৃত এক প্রজ্ঞপনে নাচোল সরকারি কলেজের প্রভাষক (সমাজবিজ্ঞান) আব্দুল হান্নানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হলেও ৪৫ দিনের মাথায় গত ১১ মার্চ পূর্বের আদেশ বাতিল করে নাচোল সরকারি কলেজে নিয়মিত অধ্যক্ষ পদায়ন করা হয়।