শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকা ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৮ জুন (বৃহষ্পতিবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা যায়। আটককৃতরা হচ্ছে, সোনামসজিদের আরশেদ আলী মন্ডলের ছেলে আনারুল (৩২), মনিরুল ইসলামের ছেলে ইউসুফ (২৫) ও আশরাফুল হকের ছেলে ফারুক (২৮)।
এসআই গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম’র নির্দেশে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সোনামসজিদ মধ্যবাজার এলাকায় থেকে অভিযান চালিয়ে ৩০০ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এস.আই গোলাম রসুল।