পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় নূরজাহান মার্কেটের নিচে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেয় ক্ষুব্ধ ছাত্ররা।
নিউমার্কেট থানার এসআই আলমগীর হোসেন, জানান, পরস্পরের দুর্ব্যবহারের জের ধরে এ ঘটনা ঘটে। বিকাল সোয়া পাঁচটার দিকে যান চলাচলের জন্য রাস্তা খুলে দেয়া হয়েছে বলে তিনি জানান।
এদিকে সংঘর্ষের কারণ সম্পর্কে পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া না গেলেও শিক্ষার্থী ও দোকানকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাড়ি কেনাকে কেন্দ্র করে তর্কাতর্কি থেকে এই সংঘর্ষ বাঁধে।
ঢাকা কলেজের শিক্ষার্থী আয়ুব আলী বলেন, কলেজের দুই শিক্ষার্থী স্বজনদের নিয়ে হকার্স মার্কেটে বিয়ের শাড়ি কিনতে গেলে দরকষাকষি নিয়ে বাগবিতণ্ডা হয়। তখন শাড়িমেলা নামে দোকানের কর্মচারীরা শিক্ষার্থীর গায়ে হাত তোলে।
তিনি বলেন, তখন তারা চলে আসে । এরপর ওই ছাত্র চার-পাঁচজন নিয়ে আবার দোকানে গেলে হকার্স মার্কেটের মালিক-কর্মচারীরা তাদেরকে আবার মারধর করে। মিলন, পাপনসহ তিনজন আহত হয়। এর পর কলেজের ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠে।