আন্তর্জাতিক: নিউ ইয়র্কে শুরু হচ্ছে অভিনব ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের ভাষ্য: ‘জনাব, পা দুটো চেপে বসবেন কি?’
শুনতে অদ্ভুত মনে হলেও সত্য। নিউ ইয়র্কের সাবওয়েতে চলাচলের ক্ষেত্রে সবার জন্যে তো বটেই, বিশেষত নারী যাত্রীদের জন্যে বিব্রতকর অবস্থা তৈরি করে এ ধরনের পুরুষযাত্রীরা। এমন মানুষ সারা পৃথিবীতেই ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের চোখের সামনে প্রতিদিন এমন কত মানুষই তো চোখে পড়ে। কিন্তু আর কোথাও এমন কোন ক্যাম্পেইনের কথা শোনা যায়নি, যা এ উদ্যোগকে অভিনবত্ব দিয়েছে।
জানা যাক, কোন ঘটনার পর এ ধরনের একটি ক্যাম্পেইন জরুরী হয়ে দাঁড়ালো। ফ্যাবিও প্যানসিয়েরো নামের কুড়ি বছর বয়েসী এক তরুণ, সাবওয়ের এফ ট্রেনে চড়ে ব্রুকলিন থেকে ম্যানহাটন যাচ্ছিলেন। তার বসার ভঙ্গিটা দেখে মনে হচ্ছিল, ঠিক যেন এক ইংরেজি ‘ভি’ অক্ষর, বা তারচেয়েও বেশি কিছু্। তাকে যখন বলা হলো, ‘জনাব, একটু পা দুটো চেপে বসবেন কি?’