রেড নিউজ ২৪.কম
রাজনীতি: নিজের বক্তব্যকে ‘ঐতিহাসিক’ সত্য দাবি করে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই কথাবার্তায় শালীন হওয়ার পরামর্শ দিলেন তারেক রহমান।
শনিবার বিএনপির লন্ডন প্রবাসী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এক দীর্ঘ বিবৃতিতে এ পরামর্শ দেন।
উল্লেখ্য, সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলে অভিহিত করেন। এ নিয়ে আওয়ামী লীগ ও বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হয়। এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ‘জানোয়ার’ বলে সম্বোধন করেন। একই সঙ্গে তারেককে সামলানোর জন্য খালেদা জিয়াকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।