
নিয়ামতপুর প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে আজ বেলা ১২টার দিকে আয়বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষে আদিবাসী পরিবারের মাঝে এক কালীন টাকা বিতরণ করা হয়।
এফসিডি’র অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায়, বরেন্দ্র ডেভলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)’র বাস্তবায়নাধীন রাইটস ফর এথনিক পিপুল টু আর্ন এন্ড লিভিং (রিয়াল) প্রকল্প নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ও রসুলপুর ইউনিয়নের ৭৫৬টি আদিবাসী পরিবারের জীবন মান উন্নয়নের জন্য এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
আয়বৃদ্দিমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য ৩২০টি পরিবারকে ৭হাজার টাকা করে মোট ২২লাক্ষ ৪০হাজার টাকা বিতরণ করা হয়।
রসুলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বরেন্দ্র ডেভলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)’র কর্মকর্তা আনোয়ারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বরেন্দ্র ডেভলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)’র সভাপতি অধ্যাপক সাদেকুর রহমান। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রসুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বরেন্দ্র ডেভলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)’র নির্বাহী পরিচালক আকতার হোসেন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, ইউনিয়ন পরিষদ সচিব, ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।