নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে খালে ভাসমান আদিবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সরেজমিনে জানা যায়, ১১ জুন (সোমবার) বেলা ১১টায় উপজেলার হাজিনগর ইউনিয়নের উপরকুড়া শালবাড়ীর অর্জুনাপাড়ার খালে ভাসমান অবস্থায় আদিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধরকৃত লাশটি উপজেলার হাজিনগর ইউনিয়নের মোহাম্মাপুর গ্রামের মৃত- সিবাই মুর্মুর ছেলে মিস্ত্রী মুর্মু (৫৫)। বিষয়টি প্রথমে স্থানীয় ব্যক্তির মাধ্যমে ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমূল ইসলাম জানতে পারে। সে থানায় জানায়।
মৃত- মিস্ত্রির ছেলে বাবু এ প্রতিবেদককে বলেন, আমার বাবা অত্যাধিক নেশা করে। নেশা করে যেখানে সেখানে চলে যায়। গত শুক্রবার দুপুরের পর থেকে আমার বাবা নিখোঁজ ছিল। আমরা বিভিন্ন জায়গায় খোজ করেও পাই নাই। আজ (সোমবার) সকালে লোক মুখে জানতে পারি উপরকুড়া শালবাড়ী গ্রামের অর্জনাপাড়া খালে এক ব্যক্তির লাশ ভাসছে। আমরা দুই ভাই এসে লাশের গায়ের জামা দেখে আমার বাবাকে চিনতে পারি।
এ বিষয়ে নিয়ামতপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইন চার্জ নাজমূল হক (ওসি তদন্ত) সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি জানার পর এসআই মুকুল ও এসআই শরিফুল ইসলামকে ঘটনাস্থলে পাঠাই।উপজেলার মোহাম্মাদপুর গ্রামের মৃত-সিবাই মুর্মুর ছেলে মিস্ত্রি (৫৫) পানিতে ডুবে মারা যায়। তার ছেলেরা এসে লাশ সনাক্ত করে এবং তাদের কোন অভিযোগ না থাকায় আমরা লাশটি তার পরিবারের কাছে উপস্থিত স্থানীয় ইউনিয়ন চেয়রম্যান ও মেম্বারদের মাধ্যমে হস্তান্তর করি।