শাহজাহান শাজু: সারা বিশ্বের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব জনসংখ্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার”। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ওসি (তদন্ত) নাজমূল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের পক্ষে ডাঃ ফয়সাল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, উপজেলা সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য শাহজাহান সাজু, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয় অফিসার আসাউর রহমান, বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আতিকুল ইসলাম, আমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ সোনার, শ্রীমন্তপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, প্রমুখ। আলোচনা সভা শেষ শ্রেষ্ঠ ইউনিয়ন হিসাবে শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষে মহিলা সদস্যের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন। এছাড়া শ্রেষ্ঠ মাঠ কর্মীদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।