নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও দেশের প্রথম সারির জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
৬ জুন (বুধবার) বিকাল ৫টায় এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়। র্যালিতে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো: মাহফজুল আলম, নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্য আবেদ হোসেন মিলন, ডিএসবি নাজমুল হোসেন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী বদিউল আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহজাহান শাজু ও উপজেলার সকল সংবাদকর্মী । র্যালি শেষে উপজেলা বিআরডিপি মিলানায়তনে কেক কেটে এক সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
যায়যায়দিন নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি শাহজাহান শাজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো: মাহফজুল আলম ।