আন্তর্জাতিক: পাকিস্তানের পূর্বাঞ্চলে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে সাত নারী ও শিশু নিহত হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে বিভিন্ন সন্ত্রাসী হামলায় রেকর্ড সংখ্যক নিহত হলেন।
শনিবার রাতে কুনার প্রদেশের নারি জেলার আসাদাবাদ এলাকায় ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, শনিবার রাতে নারী ও শিশু যাত্রীদের বহনকারী একটি ট্রাক বোমার আঘাতে উড়ে যায়। এতে দুই মেয়েশিশুসহ সাত নারী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো তিন নারী।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এ ঘটনার জন্য সন্ত্রাসী গোষ্ঠী তালেবানকে দায়ি করেছে আফগান প্রশাসন।