ইমরান আী : চাঁপাইনবাবগঞ্জে অর্থ প্রতিমন্ত্রীসহ কয়েকজন সাংসদের ভুয়া ডিও লেটার প্রস্তুত করে প্রতারণার অভিযোগে দুরুল ইসলাম নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
২৪মে (বৃহস্পতিবার) রাতে আটকের পর শুক্রবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ নিয়ে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান।দুরুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার গৌরিশংকরপুরের মৃত অনু ম-লের ছেলে। মাহবুব আলম খান জানান, দুরুল ইসলাম অর্থ প্রতিমন্ত্রী ও সাংসদদের ডিও লেটার জাল করে চাকরি পাইয়ে দেয়ার নাম করে অর্থ হাতিয়ে নেয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ভবানীপুরের আলফাজ আলী নামে এক ব্যক্তির কাছ থেকেও তিন লাখ টাকা হাতিয়ে নেন তিনি। আলফাজ আলী অভিযোগের প্রেক্ষিতে দুরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রী ও সাংসদদের ভুয়া ডিও লেটার উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।