বাসায় গেস্ট এলে আধঘণ্টায় বানিয়ে ফেলুন এই খাবারগুলো।
রাত পোহালেই যে কোন এক সময় হঠাৎ করে গেস্ট এসে বাসায় হাজির হতে পারে। তখন কী খাওয়াবেন এ নিয়ে নিশ্চয়ই চিন্তায় পড়েছেন।এসময় গেস্টের খাবারের মেন্যুতে লুচি-মিষ্টি-খাসির মাংস দিয়ে খুসি করার চিন্তা করছেন।
কিন্তু তবুও যেন মন ভরছেন না? কী ভাবে গেস্টেকে চমকে দেওয়া যায় সে কথা ভাবছেন? ধরাবাঁধা মেনুর বাইরে গিয়ে মাত্র আধ ঘণ্টায় গেস্টের পছন্দের রেসিপি রান্না করে চমকে দিন।