রেড নিউজ ২৪.কম
খেলাধুলা: দু-দেশের সম্পর্ক সব সময় শীতল। শত্রুভাবাপন্ন। যে কারণে চরম বৈরীতা সব সময়ই দু’দেশের মধ্যে। তবে খেলাধুলাই মাঝে-মধ্যে দু’দেশের মধ্যে উষ্ণ সম্পর্কের সেতুবন্ধন তৈরী করে দেয়। অথচ, সেই খেলাধুলার প্রতিনিধিরাই কি না আগুন জালিয়ে দিয়েছে ভারতের সর্বত্র।
ঘটনাটি ঘটেছে ভারতের ভুবনেশ্বরে। বিদেশে খেলতে এসেও যে নিজেদের কুৎসিৎ পরিচয় দিল পাকিস্তান! হকির চ্যাম্পিয়ন্স লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে যে কাণ্ড করেছে তারা, তা সব ধরনের অসভ্যতাকেও হার মানিয়েছে।
ভারতের বিপক্ষে হারের পর একটু আনন্দের আতিশয্য হবেই, এটা স্বাভাবিক। জয়ের পর জার্সি খুলে মাঠে তাদের উদ্দাম নৃত্য না হয় অনেকেই মেনে নিতে পারছেন। কিন্তু এরপর তারা যা করেছে, সেটা নিয়েই সবার প্রশ্ন। নৃত্যের পর দর্শক গ্যালারির দিকে অশ্লীল ইঙ্গিত, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি এবং খারাপ মন্তব্যও করলেন করলেন কয়েকজন পাকিস্তানি। এতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গ্যালারি থেকে ভারতের সর্বত্র।
তবে ঘটনা যেন বেশিদুর না গড়ায়, সে জন্য পাকিস্তান কোচ শেহনাজ শেখ অবশ্য খেলোয়াড়দের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, ‘উত্তেজনার বশে ছেলেরা এটা করেছে। এটা ঠিক করেনি ওরা। আমি এই ঘটনার জন্য দুঃখিত।’
তবে খুব বেশি অশালিন আচরণ করার দায়ে অভিযুক্ত যে দু’খেলোয়াড়, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। ওই দুই খেলোয়াড়ও নাকি দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছে