শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং, বিকাশ, রকেট, মোবি-ক্যাশ এর কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেছে শিবগঞ্জ থানা পুলিশ। ২৮মে (সোমবার) সকালে থানা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় ব্যাংকসহ সকল এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মাহতাব আলী, অপারেশন ইন্সপেক্টর মো. কবির হোসেন, সেকেন্ড অফিসার এস.আই আব্দুস সালাম।
সভায় ব্যাংকের নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড, সিসি ক্যামেরা, অস্ত্র, স্বাস্থ্যবান সিকিউরিটি, বিপুল পরিমাণের লেনদেনের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় শিবগঞ্জ উপজেলার সকল সরকারি-বেসরকারি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং, বিকাশ, রকেট, মো-বিকাশের কর্মকর্তাদের লেনদেন করার সময় আদান-প্রদানকারী পূর্ণাঙ্গ পরিচয় যাচাই করে লেনদেন করার পরামর্শ দেন।
এছাড়া বিশেষ করে এজেন্ট ব্যাংকিং, বিকাশ, রকেট, মোবি-ক্যাশের কর্মকর্তাদের বলেন, যাদের সাথে লেনদেন করবেন তাদের জাতীয় পরিচয়পত্রে কপি সংগ্রহ করতে হবে। কোথায় টাকা পাঠাচ্ছে, সে বিষয়ে অবগত করতে হবে বলেও সভায় পুলিশ কর্মকর্তারা বলেন। ব্যাংকের নিরাপত্তা জোরদার বাড়াতে ব্যাংক কর্মকর্তাদের বলেন, আপনাদের কর্মস্থলের জন্য স্বাস্থ্যবান সিকিউরিটি গার্ড অস্ত্রসহ, অফিস কক্ষে ও বাইরে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। তাহলে অনেকটা নিরাপদে গ্রহকরা লেনদেন করতে পারবেন।