গোলাম কবির: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক গৃহবধুকে ধর্ষণের দায়ে স্থানীয়দের হাতে আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাতে প্রাকৃতিক কাজে সাড়া দিতে বাড়ির বাইরে গেলে ৩ সন্তানের জননী এক গৃহবধূকে উপজেলার বীরশ্বরপুর গ্রামের আশুরুদ্দিনের ছেলে লম্পট শাহজাহান আলী(৩৫) ধর্ষন করে। এসময় গৃহবধুর চিৎকারে স্থানীয়রা শাহজাহান আলীকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধু বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
এজাহারের বর্ণনায় জানা যায়, ঘটনার রাতে প্রাকৃতিক কাজে সাড়া দিতে বাড়ির বাইরে গেলে ওৎপেতে থাকা লম্পট শাহজাহান আলী গৃহবধূকে ধর্ষণ করে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ফাসির উদ্দিন জানান, গৃহকর্তা আব্দুল্লাহিল কাফি কাজের তাগিদে এলাকার বাইরে অবস্থান করার সুযোগে লম্পট শাহজাহান আলীর লালসার শিকার হয়েছে ওই গৃহবধু। তিনি আরও জানা, এ ঘটনায় মামলা হয়েছে এবং আটক ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণে করা হয়েছে।