গোলাম কবির (ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নওগাঁ ৪৩বিজিবি ব্যাটালিয়নের এক অভিযানে ২০ বোতল অফিসার চয়েস ভারতীয় মদ উদ্ধার করেছে।
বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার রনজিত কর্মকার জানান, তার নেতৃত্বে রাববার দিবাগত রাত ৩টার দিকে ২০১ এর ৫৫আর পিলারের ১০গজ বাংলাদেশের অভ্যন্তরে বারইপাড়া মাঝিপাড়া আমবাগান নামক স্থানের আম বাগানে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় জোয়ানদের নিয়ে উৎপেতে থাকা অবস্থায় ভারতীয় সীমান্ত পার হয়ে চোরাকারবারীরা বাংলাদেশে প্রবেশ করলে পিলার থেকে ১০গজের মধ্যে তাদের পিছু ধাওয়া করলে এক পর্যায়ে চোরাকারবারীরা তাদের কাছে থাকা ২০বোতল অফিসার চয়েস মদ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মদ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কোম্পানী কমান্ডার জানান। তিনি বলেন, মদের সর্বমোট মূল্য ধরা হয়েছে ২০হাজার টাকা।