গোলাম কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে বুধবার পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুরু হয়। পরে সমুন্নত ভোলাহাট স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে উপজেলা প্রশাসনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান পুস্পার্ঘ্য অর্পণ করে। পরে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিন সকাল ৯টার দিকে পুলিশ আনসার ভিডিপি ও বিভিন্ন প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রর্দশন করা হয় ভোলাহাট রামেশ্বর মাঠে। সকাল সাড়ে ৯টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের কবর জিয়ারত ও দোয়া করা হয়। পরে ক্রীড়া ও চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়ত মোঃ রফিকের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, অফিসার ইনর্চাজ মহসিন আলী, আলীগ উপজেলা সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্বা মেসের আলী, কোরবান আলী, উপজেলা আলীগ সিনিয়ার সহসভাপতি ইয়াসিন আলী শাহ, উপজেলা আলীগ সহ সভাপতি আইয়ুব আলীসহ অন্যরা। এছাড়াও বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ভদ্র মহিলাদের জন্য খেলাধুলা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় পুরুস্কার বিতরণ এর মধ্য দিয়ে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হয়। সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে অনাড়ম্বর পরিবেশের মধ্যদিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।