নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২টি স্থানীয় হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
১লা মার্চ (বৃহস্পতিবার) উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের বজরাটেক আলীসাহাসপুর গ্রামে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিম খানায় ৪০জন ও পোল্লাডাংগা গোরস্থান হাফেজিয়া মাদরাসার ৬০জন শিক্ষার্থীর মাঝে ১শ’ কম্বল বিতরণ করা হয়।
এছাড়াও মেডিকেল মোড়ের কিছু অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলি মুনিমুল হক, ভোলাহাট প্রেসক্লবের সাধারণ সম্পাদ গোলাম কবির, সাংবাদিক শাহ কবির ও মহসীনুর রহমান উপস্থিত ছিলেন।