গোলাম কবির: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসন ২’শ ভিক্ষুকের মাঝে শুকনা খাবার বিতরণ করেছে।
১৫ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদে ভিক্ষুকদের মাঝে শুকনা খাবার বিতরণ করে। ইউনিয়নের মোট ৪০জন ভিক্ষুকের মাঝে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, চিড়া ১কেজি, চিনি ১কেজি, তেল ১ লিটার, বিস্কুট ১ প্যাকেট, মুড়ি ৫শত গ্রাম, মোমবাতি ও ম্যাচ বিতরণ করা হয়। এ সব খাবার আনুষ্ঠানিক ভাবে ভিক্ষুকদের হাতে তুলে দেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) পি.এম. ইমরুল কায়েশ।
এ সময় উপস্থিত ছিলেন, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী মুনিমুল হকসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নারী পুরুষ সদস্য ও সূধীগণ। এ দিন দলদলী ইউনিয়ন পরিষদেও ৪০জন ভিক্ষুকদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।
উপজেলার ৪টি ইউনিয়নের বাঁকী ভোলাহাট সদর ও জামবাড়ীয়া ইউনিয়নেও ভিক্ষুকের মাঝে গত বুধবার শুকনা খাবার বিতরণ করা হয়েছে। অন্যান্য ইউনিযনে খাবার বিতরণ করার সময ইউপি চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল, আলহাজ্ব ইয়াজদানী জর্জ ও মুসফিকুল ইসলাম তারা উপস্থিত ছিরেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, উপজেলার মোট ২’শ জন ভিক্ষুকের মাঝে এ খাবার বিতরণ সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেন।