রেড নিউজ ২৪.কম
গাজীপুর: টঙ্গীর জোড় ইজতেমার ময়দানে যোগ দিতে আসা মো. সামসুল হক (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্য রাতে টঙ্গি সরকারি হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।ইজতেমা ময়দানের মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, সামসুল হক ওরফে সামসুদ্দিন শুক্রবার মধ্য রাতে হঠাৎ অসুস্থবোধ করেন। পরে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। বাদ ফজর ইজতেমা ময়দানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।