রেড নিউজ ২৪.কম
খেলাধুলা: মেসি না রোনালদো- কে বড়? কে সেরা? একটা চিরন্তন বিতর্ক হয়েই থাকবে ফুটবল দুনিয়ায়। কেউ বলবেন মেসি, আবার কেউ বলবেন রোনালদো। তবে এবার রোনালদো ভক্তদের তালিকায় যোগ হলেন রিয়ালের সাবেক তারকা, ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রবার্তো কার্লোস। রিয়ালের সাবেক লেফট ব্যাক মনে করেন, মেসির চেয়ে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অনেক বেশি ক্রিশ্চিয়ানো রোনালদোর।
ফিফা ব্যালন ডি’ অরের লড়াইয়ে জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের সঙ্গে রয়েছে মেসি এবং রোনালদোর নামও। নিজের বক্তব্যেই তাই কার্লোস স্মরণ করিয়ে দিলেন, রোনালদোকেই ফিফা ব্যালন ডি’অর দেওয়া হোক।