জর্জ মেসি বলেন, ‘এ মুহূর্তে বলছি, মেসির বার্সা ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আর আমরা এমন কোনো সিদ্ধান্তও নেইনি। আমাদের পরিকল্পনা রয়েছে বার্সাতেই থাকার। কিন্তু মেসির ভক্ত, সমর্থকরা তার কথার অর্থ বুঝতে ভুল করেছে।’
তিনি আরো যোগ করেন, ‘একদিন যদি ক্লাব কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে, মেসিকে আর ক্লাবে রাখা যাচ্ছেনা, তখন আমরা অন্য কিছু চিন্তা করব। আপাতত আমরা বার্সা ছেড়ে অন্য কোনো ক্লাবে পাড়ি দেওয়ার কথা চিন্তা করছি না।’
এর আগে আর্জেন্টাইন ক্রীড়া পত্রিকা ‘ওলে’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি চিন্তা করে দেখেছি বার্সার হয়ে অনেক ভালো মৌসুম কাটিয়েছি। আর অনেক শিরোপাও জিতেছি। কিন্তু সব কিছুর পরে কিছু কিছু সময় আসে, যখন আপনার পরিকল্পনা অনুযায়ী সব ঘটেনা। বিশ্ব ফুটবলে এ ঘটনাটি বেশি ঘটে থাকে। আমি সব সময়ই বলে আসছি, বার্সাতেই আমি খুশি। কিন্তু বার্সায় যা ঘটে চলেছে, তা বেশ জটিল আমার জন্য।’