মেহেদি হাসান : চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উপলক্ষে এ্যাংকার সিমেন্ট ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
১লা মে (মঙ্গলবার) সকালে শহরের শান্তিমোড় ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন অলিম্পিক সিমেন্টের রাজশাহী জোনের আঞ্চলিক প্রধান মোঃ মিরাজ পারভেজ, এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ সুশীল চন্দ্র দাস, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক, সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, লুনা ট্রেডাসের মোঃ ইউসুফ আলী, মোঃ সোহেল রানা। র্যালি শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক, অলিম্পিক সিমেন্টের রাজশাহী জোনের আঞ্চলিক প্রধান মোঃ মিরাজ পারভেজ প্রমুখ।