রেড নিউজ ২৪.কম
অর্থনীতি-ব্যবসা: রাজশাহী মহানগরীর সোনালী ব্যাংক কোর্ট শাখার সুড়ঙ্গ করে লুটের চেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার সুড়ঙ্গ খোড়ার সময় স্থানীয়রা জানতে পারলে পুলিশকে সংবাদ দিলে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে সুড়ঙ্গ খোড়ার কাজে ব্যবহৃত খুনতি, বেলচা, দা, ছেনি, সাবল, হাতুড়ি, করাতসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।