নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩৮ নং কানসাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরের যাওয়া প্রধান শিক্ষক মোসা. মেলিনা খাতুনকে বিদায়ী সংবর্ধণা দেয়া হয়েছে। ২৭ মার্চ (মঙ্গলবার) দুপুরে কানসাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেনাউল, কানসাট সোলেমান ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ, কানসাট প্রাথমিক বিদ্যায়লের অবসরপ্রাপ্ত শিক্ষক সেতাউর রহমান, কানসাট ইউপি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফতাব উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক নেফাউর, কাসসাট অবসরপ্রাপ্ত শেফালী খাতুন অন্যরা। এসময় বক্তব্য রাখেন, কানসাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মতিয়ারা বেগম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ৫ম শ্রেণির ছাত্রী শ্রাবন্তী আক্তার অপি। উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখে প্রধান শিক্ষক মোসা. মেলিনা খাতুন অবসরে যান।