শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজানে ভোক্তা অধিকার খর্ব করে পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন রেস্টুরেন্টে অপরাধে অভিযান চালিয়ে বিভিন্ন অংকের অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বরমান হোসেন। এসময় তিনি ভোক্তা অধিকার খর্ব করে পণ্য বিক্রি, লাইসেন্সবিহীন রেস্টুরেন্টের মালিকদের সতর্ক করেন।
২৪মে (বৃহষ্পতিবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলামের নির্দেশনায় পরিচালনায় উপজেলার যত্রতত্র গাড়ি পার্কিং এর মাধ্যমে যানজট সৃষ্টির জন্যও শিবগঞ্জ বাজার ও কানসাট বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তিনি জানান, পবিত্র রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।