মোহাঃ মমিনুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : শিবগঞ্জে মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত ২জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে একজন মনোনয়ন পত্র প্রত্যাহার করছেন । প্রত্যাহারকারী বিদ্রোহী প্রার্থী হলেন আওয়ামীলীগ সমথিত স্বতন্ত্র প্রার্থী ও বর্তমানে ভারপ্রাপ্ত মেয়র ইমানী আলি।
১২ডিসেম্বর (শনিবার) বিকাল সাড়ে তিনটার দিকে ইমানী ও তার সমর্থকবৃন্দ নির্বাচন অফিসে গিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এ ব্যাপারে ইমানী জানান, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও জেলা আওয়ামীলীগের সভাপতি মইনুদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক ওদুদ আহম্মেদ বিশ্বাসের অনুরোধে দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করিলাম।
এদিকে, আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিন শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন। যদিও দলীয় প্রার্থী হিসেবে মঈন খানকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।