ইমরান আলী: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ৩টি এতিমখানার ৫৩জনকে ১ হাজার টাকা করে মোট ৫৩ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর। “শেখ হাসিনার হাতটি ধরে, পথের শিশু যাবে ঘরে” এ শ্লোগানে ১৫ মার্চ (বৃহষ্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এতিমখানার পরিচালকদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্তকর্তা কাঞ্চন কুমার দাস। উপজেলার ছত্রাজিতপুর শাহনেয়ামতুল্লাহ শিশু সদন এতিমখানার ২৮জন, শিবগঞ্জ এতিমখানার ১৯জন ও ঢোড়বোনা এতিমখানার ৬জন শিশুকে এই আর্থিক সহায়তা দেয়া হয়। এ ৩টি এতিমখানার সকল শিশুদের খাবার ও পড়াশোনার জন্য প্রতি মাসে ১ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে বলে জানান সমাজ সেবা কর্তকর্তা কাঞ্চন কুমার দাস।