ইমরান আলী : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর মাঠে বঙ্গবন্ধু টিভি কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহণ করে শ্যামপুর শেখ রাসেল ক্রিকেট একাদশ বনাম ছোট হাদিনগর নিউ ক্রিকেট একাদশ। টসে জয় লাভ করে শেখ রাসেল ক্রিটেক একাদশ সব কটি উইকেট হারিয়ে ৮৩ রান করে। জবাবে ছোট হাদিনগর নিউ ক্রিকেট একাদশ সব কটি উইকেট হারিয়ে ৬২ রান করে।
এতে ৩১ রানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় শ্যামপুর শেখ রাসেল ক্রিকেট একাদশ। খেলা শেষে খেলোয়াদে মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান ভোদন, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম সালাম, সাবেক সাধারণ সম্পাদক বাইরন মিয়া, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম সাইফুল ইসলামসহ অন্যরা।