নিজস্ব প্রতিবেদক: শিবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা শেষে ১৫ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৮৪জন শিশু শিক্ষার্থী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান।
এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার, মুনিরুল ইসলামসহ উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।