নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের “শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব”-এর সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ নেতা ও একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ডাক্তার সামিল উদ্দিন আহম্মেদ শিমুল মতবিনিময় করেছেন। ২৬ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে “শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব” কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহ্বায়ক ডাক্তার সামিল উদ্দিন আহম্মেদ শিমুল।
তিনি বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক ও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরাই পারে একটি জাতির সঠিক ইতিহাস তুলে ধরতে এবং উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছাতে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবেন। সামনে একাদশ সংসদ নির্বাচন।
এ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সকলের কাছে দোয়া কামনা করছি। সাংবাদিকদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করতে চাই। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবাগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মোহা. হারুন অর রশিদ, শিবগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নুরতাজ আলম, কোষাধ্যক্ষ এম. রফিকুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক রিপন আলি রকি, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম, সদস্য জিয়াউহ হক জিয়া, জাইদুল হক, শাহ-আলম, ফরহাদ ও সারওয়ার রফিক সোহেল ও সাংবাদিক কাউসার আলি সহ অন্যরা।
এর আগে সভাপতি সফিকুল ইসলাম প্রেসক্লাবের পক্ষ থেকে ডাক্তার সামিল উদ্দিন আহম্মেদ শিমুলের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।