মোহাঃ মমিনুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকা থেকে ১২শ’ বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।এসময় ট্রাকের চালক কাজী বুলবুল (৩৪) আটক করা হয়। আটককৃত বুলবুল ঝিনাইদহের মহিষপুর উপজেলার বেতবেড়িয়া গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মাহ্ফুজ আলমের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ১৫ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টার দিকে উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় ট্রাকে লুকিয়ে রাখা ১২শ’ বোতল ফেনসিডিলসহ উক্ত ট্রাক চালককে হাতেনাতে আটক করা হয়। এসময় ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো ট-১৪-৪৬০৫ একটি ট্রাক জব্দ করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।