প্রেস বিজ্ঞপ্তি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭ লক্ষ ভারতীয় জাল রুপিসহ ২জন গ্রেফতার করেছে র্যাব-৫।
১৮ফেব্রুয়ারি (রোববার) রাত সাড়ে ৭টার দিকে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক কোম্পানী কমান্ডার এর নের্তৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সাতরশিয়া গ্রামস্থ জনৈক একরামুল ইসলাম, পিতা-মৃত ভাদু এর বসতবাড়ীর পূর্ব পার্শ্বে জনৈক মৃত সাধু মাস্টার এর আমবাগানে অভিযান পরিচালনা চালায়।
এ সময় ৭ লক্ষ ৮ হাজার ভারতীয় জালরুপিসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা হাউসনগর গ্রামের মৃত মাইনুল ইসলাম @ ডিবুর দুই ছেলে বিশিষ্ট জালনোট ব্যবসায়ী ও চোরাকারবারী উজ্জল (২৮) ও সুজাল (২৪)কে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এ সংক্রান্তে তাদের একটি চক্র দীর্ঘদিন যাবৎ কাজ করছে এবং তারা ভারতীয় জাল রুপি সহ বিভিন্ন দেশের জাল মুদ্রা ব্যবসার সাথে জড়িত।
উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।