ইমরান আলী: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল ইসলামের যোগদানের এক বছর পূর্তিতে “শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব” এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
১ এপ্রিল (রবিবার) সকালে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের কক্ষে এ শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলার বিভিন্ন দিক সমূহ নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহা. সফিকুল ইসলাম, সহ-সভাপতি মোহা. নুরতাজ আলম, সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লাল্টু, সাংগঠনিক সম্পাদক মামুন উর রশিদ, কোষাধক্ষ্য এম. রফিকুল ইসলাম, দপ্তর-প্রচার ও সাহিত্য সম্পাদক রিপন আলি রকি, সদস্য মো. ফরহাদ আলী, জাইদুুল হক, শাহ আলম, প্রফুল্ল কুমার রবিদাস, সারওয়ার রফিক সোহেলসহ অন্যরা।
এসময় অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম হাবিব বলেন, গত এক বছরে শিবগঞ্জ থানায় ব্যাপক হারে মাদক, অস্ত্র, জাল টাকার ব্যাবসায়ী ও জঙ্গিদের আটক করে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশ এখনও সর্বদা তৎপর রয়েছে। ফলে ব্যাপক হারে জঙ্গি দমন হয়েছে। হ্রাস পেয়েছে মাদস, অস্ত্র ও জাল টাকার ব্যবসা। তিনি আরো বলেন, শিবগঞ্জ থানাকে সন্ত্রাস, জঙ্গি, মাদক, দমন, বাল্য বিয়ে রোধ, অস্ত্র ও জাল টাকার ব্যবসা বন্ধ করে শিবগঞ্জকে সম্পূর্ণ শান্তির জনপদ হিসাবে গড়ে তুলতে সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে সহযোগিতায় করার জন্য অনুরোধ করেন।