জাতীয়: শুধু নির্বাচন দিলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।
শনিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশের শাসন পরিস্থিতি ২০১৩ : গণতন্ত্র, দল এবং রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপিবিহীন ৫ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অকার্যকারিতায় হতাশা প্রকাশ করে ড. কামাল হোসেন বলেন, ‘শুধু নির্বাচন দিয়েই কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে। তাই অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় যেতে একটি পথ বের করতে হবে।’
সংলাপের বিষয়ে তিনি বলেন, ‘কেবল আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংলাপ হলে চলবে না। সংলাপ হতে হবে ছোট-বড় সব দলের মধ্যে। তবে সংবিধানের মূলনীতি মেনেই সংলাপে বসা উচিৎ।’