নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান সচিব মো. জিল্লার রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।
সচিব জিল্লার রহমান ২০১৬ সালের ১৩ অক্টোবর সচিব হিসেবে পদোন্নতি পেয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালীন সময়ে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ করেছেন তিনি। নতুন কর্মস্থল শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে দায়িত্ব পালনে শিক্ষা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করছেন চাঁপাইনবাবগঞ্জবাসী।