রেড নিউজ ২৪.কম
খেলাধুলা: সাঈদ আজমল আর মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশনকে অবৈধ আখ্যা দিয়ে নিষিদ্ধ করার পেছনে ভারতের কালো হাত রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ।
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দলের দুই গুরুত্বপূর্ণ বোলারের নিষিদ্ধ হওয়ার পেছনে ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ খুঁজে পেলেন জাকা আশরাফ। মাত্র তিন মাসের ব্যবধানে এই দুই বোলারকে নিষিদ্ধ করেছে আইসিসি।
গত সেপ্টেম্বরেই বিশ্বের অন্যতম সেরা স্পিনার সাঈদ আজমলকে বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা দিয়ে নিষিদ্ধ করে আইসিসি। আর গত সপ্তাহে নতুন করে নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এলো মোহাম্মদ হাফিজের ওপর।
পাকিস্তান ক্রিকেটে বোর্ড (পিসিবি) চাইছে বিশ্বকাপের আগে দু’জনকে বৈধভাবে পেতে এবং তাদের দু’জনকে যেন দলে রাখা যায় সে ব্যবস্থা করতে। এ জন্য আইসিসি অনুমোদিত গবেষণাগারে দুজনকে অনানুষ্ঠানিকভাবে পরীক্ষা করাতে। সে ক্ষেত্রে ভারতের চেন্নাইয়ে হতে পারে দুজনের পরীক্ষা।