রেড নিউজ ২৪.কম
বগুড়ার কাহালু ও আদমদীঘিতে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। এর মধ্যে বগুড়া-নওগাঁ সড়কে কাহালু উপজেলার শেখাহারে নৈশ কোচের ধাক্কায় ভটভটি উল্টে ছয়জন এবং আমদীঘি উপজেলার নশরতপুর-মুরইল সড়কের মাঝামাঝি স্থানে মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। কাহালুতে নিহত ছয়জন গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ধান কাটা-মাড়াইয়ের কাজ করতে বগুড়ায় এসেছিলেন।
কাহালু থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সুন্দরগঞ্জ উপজেলার ১২ জন শ্রমিক সম্প্রতি ধান কাটা-মাড়াইয়ের কাজের জন্য কাহালু উপজেলার ঝাঞ্জারপাড়ায় যান। সোমবার রাত পৌনে ৯টার দিকে তাঁরা ধান কাটা শেষে ক্ষেতের পাশের সড়ক থেকে একটি ভটভটিযোগে ফিরছিলেন। পথে বগুড়া-নওগাঁ সড়কের শেখাহার নামক স্থানে বিপরীতমুখী একটি নৈশ কোচ তাঁদের বহনকারী ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো চারজন মারা যান।
নিহতরা হলেন তারা মিয়া (৩২), দেলোয়ার হোসেন (৫০), আব্দুর রহমান (২৬), লোকমান আলী (৩০), সাদা মিয়া (৩২) এবং মধু মিয়া (৪০)।
এদিকে সোমবার রাত সোয়া ৮টার দিকে আদমদীঘি উপজেলার নশরতপুর-মুরইল সড়কে মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হন। নিহতরা হলেন আব্দুল মজিদ (৩০) ও আহসান হাবিব পাশা (৩৫)।