হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৩৬ পিস স্বর্ণেরবারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তার নাম আনিস মিয়া (২৩)। উদ্ধার হওয়া স্বর্ণেরবারের ওজন ৪ কেজি ১৯৫ গ্রাম।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার।
তিনি বলেন, সকালে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-০৪৮ ফ্লাইটে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অবতরণ করেন ওই যাত্রী। তার গতিবিধি সন্দেহ হলে তাকে তল্লাশী করা হয়। এ সময় তার কোমর ও জুতার ভেতরে কৌশলে লুকানো ৩৬ পিস স্বর্ণেরবার পাওয়া যায়।
তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক দুই কোটি ২০ লাখ টাকা।
এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।