রেড নিউজ ২৪.কম
আন্তর্জাতিক: হৃদয়ের লেনাদেনা। অর্থাৎ হৃদয় দেওয়া ও নেওয়া। এতদিন এই শব্দটি শুধু শিল্প-সাহিত্যের ভাষাকে সৌন্দর্য দিয়েছে। এবার তা বাস্তব হলো। এক শিশু তার হৃদপিণ্ড দান করল আরেক শিশুকে।
ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর ক্লিনিক্যালি ডেড অর্থাৎ ব্রেন ডেড অবস্থায় এক ভারতীয় শিশুর হৃদপিণ্ড নিয়ে তা প্রতিস্থাপন করা হয়েছে রাশিয়ান এক শিশুর দেহে। শুক্রবার তামিল নাড়ুর রাজধানী চেন্নাইয়ে বিমানযোগে এক ঘণ্টারও কম সময়ে হৃদপিণ্ড বহন করে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রতিস্থাপনের জন্য অস্ত্রপচার করা হয়।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।