রেড নিউজ ২৪.কম
তথ্যপ্রযুক্তি: ১০টি জাতীয় সমস্যার সমাধানে নতুন উদ্ভাবনের মধ্য দিয়ে গতকাল শেষ হলো টানা ৩৬ ঘণ্টার ম্যারাথন প্রোগ্রামিং প্রতিযোগিতা তথা জাতীয় হ্যাকাথন। শনিবার ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)তে শুরু হয় দেশের সবচেয়ে বড় এই হ্যাকাথন। জনগণের মতামত ও বিশেষজ্ঞদের গবেষণায় এই হ্যাকাথনের জন্য ১০টি জাতীয় সমস্যা চিহ্নিত করা হয়।
সম্মেলনে এক হাজার ৭০০ প্রোগ্রামার, ফ্রিল্যান্সার, শিক্ষার্থী, অ্যাপনির্মাতা ৩৪০টি টিমে বিভক্ত হয়ে অংশ নেন। পাশাপাশি অংশ নেয় ৪৯টি পেশাদার প্রতিষ্ঠানও। এ ১০টি সমস্যা সমাধানের জন্য বিজয়ী হয়েছে সেরা ১০টি ধারণা। এ প্রকল্প বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে ২০ লাখ টাকার ইনোভেশন ফান্ড পাচ্ছে বিজয়ীরা।